Album Cover Kotha Dilam

Kotha Dilam

Shitom Ahmed

4

আমি হারিয়ে গিয়েছি

তোমার খোঁজে

কোনো অজানা শহরেআমাকে তুমি আর

খোঁজ না এখানে

পাবে না আমাকে অদূরে

এভাবে আমাকে কাঁদালে কেনো বলো

আমি কি ক্ষতি করেছি তোমার

স্বপ্নগুলো কাচের মতো

ফসকে গিয়ে ভেঙ্গে গেলো

আমি চেয়েছি তোমাকে শতবার

তুমি থাকবে ভেবে তোমাকে দিলাম

আমার সময় আমার অমূল্যবান

আটকে গেলো আমার নিঃশ্বাস

রাখতে গিয়ে তোমার অভিমান

তোমার পথ চলে

আজ আমি সব হারিয়ে

তবু তোমার ছবি আমি রোজই দেখি

দু জন দু দিক হাঁটি

তবু বলে দিলাম

আমি না-ই বলি তোমার সব কাহিনী

আমার হটাৎ হাসি দিয়ে জানিয়ে দিলাম

তোমায় কথা দিলাম

তবু কেনো

আজো আশা দিয়ে যাও

আমার সাথে

লুকোচুরি খেলো যাও

কেনো আমি বিশ্বাস করে যায়

তোমার চোখের মায়াতে পরে যায়

তবু তোমার ছবি আমি রোজই দেখি

দু জন দু দিক হাঁটি

তবু বলে দিলাম

আমি না-ই বলি তোমার সব কাহিনী

আমার হটাৎ হাসি দিয়ে জানিয়ে দিলাম

তোমায় কথা দিলাম

Lagu lain oleh Shitom Ahmed